Advertisement

Saint martin island tour I day one I December 2019 I সেন্ট মার্টিন দ্বীপ

Saint martin island tour I day one I December 2019 I সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ
সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমিদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।

ইতিহাস
কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করতো। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনতো। ১৮৯০ খ্রিষ্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবি। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় 'নারকেল গাছ প্রধান' দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে। ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরীপ দল এই দ্বীপকে ব্রিটিশ-ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরীপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিষ্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে, দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিত লাভ করে।[১] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে, ১৯০০ খ্রিষ্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। [২] দ্বীপটিতে খ্রীষ্টান জনবসতি এবং কোন গীর্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে হয়। তৎকালীন জেলা প্রশাসকের নামে দ্বীপটির নামকরণ করা হয়েছিলো।
Facebook:
Twitter:
#saint_martin_island#tour_day_one_december_2019#let’s_go

----------------------------------------------------------------------------------
Related tags:saint martin island, saint martin island hotels, saint martin island map, saint martin bangladesh tour, saint martin open time, natural beauty of saint martin island, picture of saint martin island bangladesh, saint martin tour package 2019, is saint martin bangladesh open for tourism, saint martin open time, saint martin island tour plan, saint martin ship schedule 2019, cox's bazar to saint martin ship cost, saint martin, st martin,st maarten, sint maarten,saint martin tour, saint martin tour full video, st. martin, island, saint martin street food, sint martin, st martin food tour, saint martin bd, st. maarten, saint maartin, st maarten tour, stmartin, tour st martin, Saint martin island tour | day one | December 2019, Saint martin island tour, Saint martin island, Saint martin, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমন, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী, ছেঁড়া দ্বীপ, বাংলাদেশের প্রবাল দ্বীপের গুরুত্ব, প্রবাল দ্বীপের অর্থনৈতিক গুরুত্ব, সেন্টমার্টিন দ্বীপের অর্থনৈতিক গুরুত্ব, বাংলাদেশের ভূপ্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব, সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ, সেন্টমার্টিন হোটেল ভাড়া 2019, সেন্টমার্টিন জাহাজ টিকেট বুকিং, সেন্টমার্টিন যাওয়ার উপযুক্ত সময়, সেন্টমার্টিন হোটেল বুকিং, সেন্ট মার্টিন ভ্রমন খরচ, সেন্টমার্টিন জাহাজ ভাড়া, ট্রলারে সেন্টমার্টিন


-----------------------------------------------------------------------------------


সেন্ট মার্টিন্‌স দ্বীপ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক থেকে ডাউনলোড করুন

সেন্টমার্টিন ভ্রমণ জাহাজ ভাড়া টিকেট বুকিং ও দরকারি তথ্য

সেন্টমার্টিন ভ্রমণ

Saint martin island tour I day one I December 2019 I সেন্ট মার্টিন দ্বীপ,Bangla tours & travels,Let's GO,natural beauty of saint martin island,saint martin tour package 2019,saint martin open tim,সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমন,ছেঁড়া দ্বীপ,সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ,সেন্টমার্টিন হোটেল ভাড়া 2019,সেন্টমার্টিন জাহাজ টিকেট বুকিং,সেন্টমার্টিন যাওয়ার উপযুক্ত সময়,সেন্টমার্টিন হোটেল বুকিং,সেন্ট মার্টিন ভ্রমন খরচ,সেন্টমার্টিন জাহাজ ভাড়া,saint martin island hotels,

Post a Comment

0 Comments