Advertisement

যে কথাটি বললে কখনও দোয়া কবুল হবে না।। The one who says that will never accept the blessing

যে কথাটি বললে কখনও দোয়া কবুল হবে না।। The one who says that will never accept the blessing নবী করীম (সা.) হযরত ইবনে আব্বাস (রা.) উদ্দেশ্য করে বলেন, যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবে। আর যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিনও প্রত্যেকটি মুসলমানের ডাকে সাড়া দেন।

আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে প্রত্যেকটি মুসলমানের ডাকে সাড়া দেন।
১) বান্দাকে তাৎক্ষনিক দিয়ে দেন।
২) বান্দা যাহা চাচ্ছে তার সমপরিমান বালা মসিবত বিপদ আপদ দূর করে দেন।
৩) ইহকালে নয় পরকালে তার সমান সওয়াব এবং পুরস্কার দিয়ে দিবেন।

ভাই ও বোনেরা যে কোন দোয়া করার সময় অবশ্যই একিন রেখে দোয়া করবেন যে আল্লাহ তায়ালা অবশ্যই এই দোয়া কবুল করবেন। এক হাদিসে আসছে নবী করীম (সা.) বলেন তোমরা আল্লাহর নিকট চাও এই বিশ্বাস রেখে যে আল্লাহ তায়ালা অবশ্যই তোমাদের চাওয়া তোমাদের দোয়া কবুল করবেনই।

তবে দোয়া করার পর একটি কথা বললে ঐ দোয়া কোনভাবেই কবুল হবে না। মুসলিম শরীফ কিতাবের মধ্যে আসছে রাসুলে করীম (সা.) বলেছেন বান্দার দোয়া ততক্ষন পর্যন্ত কবুল করা হয় যতক্ষন পর্যন্ত বান্দা প্রাপ্তিতে তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ তাড়াহুড়া বলতে কি বোঝাচ্ছেন। দোয়াকারী যখন বলে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখি নাই।

ভাই ও বোনেরা আমরা দোয়া করব এবং ধৈর্য ধারণ করব। ইনশা আল্লাহ দোয়া কবুল হবেই।



#NajmulBGTH
#Islamic School [NajmulBGTH]
#IslamicSchool[NajmulBGTH]


The Prophet (SAW) said, "When you pray, you will pray only to Allah." And when you ask for help, only seek Allah's help. And Allah Almighty responds to the call of every Muslim.

Allah Almighty responds to the call of every Muslim in three ways.
3) Give it to the servant immediately.
2) Bala, like that of what the servant wants, removes the danger.
3) He will give him equal reward and reward in this world, not in the Hereafter.

Brothers and sisters must pray that any prayer will be accepted by Allaah that Allah Ta'ala will accept it. The Prophet (SAW) said that you ask Allah for the belief that Allah Ta'ala will accept your blessings.

But after saying one thing after praying, the prayer will not be accepted in any way. The Prophet (SAW) said in the Muslim Shareef that the prayer of the servant is accepted as long as the servant does not rush to get it. It was asked what this Messenger of Allah meant to hasten. I prayed when the caller said, but I did not see my prayer.

We will pray and be patient, brothers and sisters. Insha Allah will accept the blessings.

Najmul BGTH,NajmulBGTH,ইসলামিক ভিডিও,হাদিস,কোরআনী আমল,কোরআনী চিকিৎসা,ওয়াজ মাহফিল,কোরানের দোয়া,Educational Video,Motivational Video,দোয়া,আমল,ফজিলত,সংবাদ,ওয়াজ,অজিফা,DOA,DUA,Amol,Fajilat,News Bangla,Waz,Waj,2020,কিতাব,দোয়া কবুল না হওয়ার কারন,Doa Kabul Na Haoar Karon,Je karone DOA Kobul hoy na,Doa kabul Haoar Doa,

Post a Comment

0 Comments