Research: Shankarlal Bhattacharya, Concept: Suchetana
Director: Kallol, Assistant Director: Supratim Roy
Production Control: Debasis Chowdhury (Aakash Bangla Channel)
Executive Producer: Suchanda
Camera: Joydeep Basu
Sound Recorder: Ashoke Kumar
Editor: Bikram
Title Music: Sarbajit Ghosh
***********************************
নীলিমা বন্দ্যোপাধ্যায় জীবনের অনেকটা সময় নিজেকে মিডিয়ার লাইমলাইট থেকে দূরে রাখলেও, শুধুমাত্র ‘ভানুজায়া’ পরিচয়ে নন, অসামান্যা গায়িকা হিসাবেও নিজস্ব স্বতন্ত্র পরিচিতি তৈরি করে তিনি খ্যাতকীর্তি হয়েছিলেন। কিন্নরকন্ঠী এই সংগীতশিল্পীকে পুরোনো দিনের বাংলা গানের শ্রোতারা আজও ভুলতে পারেননি। সংগীত প্রতিভায় তিনি ছিলেন অতুলনীয়া। ভানু বন্দ্যোপাধ্যায় যখন তাঁর একের পর এক জনপ্রিয় ছবিতে বাঙালি দর্শক-শ্রোতাদের হাস্যরসে মাতাচ্ছেন, নীলিমার কণ্ঠে আধুনিক গান থেকে কীর্তন ও ভজন, রাগাশ্রয়ী গান থেকে নজরুলগীতি, লোকগীতি, ছড়ার গান শুনে মুগ্ধ হয়েছে সংগীতরসিক বাঙালি শ্রোতারা। মাঝেমধ্যে আসরে গিয়ে শ্রোতাদের গান শুনিয়েছেন। নীলিমার কীর্তন একসময় বাঙালি মেয়েদের মাতোয়ারা করে তুলেছিল। মার্গ সংগীতের শ্রোতাদের মনও জয় করেছিলেন নীলিমা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও বাঙালির এক সমাজচিত্র পাওয়া যায় তাঁর সেই সব বিখ্যাত কীর্তন গানে। গীতিকার ও সুরকার হিসাবেও তিনি লোকপ্রিয় গান সৃষ্টি করেছেন। আবার ভানুর একাধিক কৌতুক-নাট্যেও শোনা গিয়েছে নীলিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর।
0 Comments