সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে ইস্তান্বুলেও বেড়িয়েছি কয়েকটা দিন। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর নানারকম ঝামেলার কারণে সেই ভ্রমণ নিয়ে এতদিন কোনো ভিডিও দিতে পারি নি। তাই কিছুটা সময় বের করে আজকে প্রথম কিস্তি হিসাবে আপাততঃ ঢাকা থেকে ইস্তাম্বুল এবং ইস্তাম্বুল থেকে নিউইয়র্ক পৌঁছা পর্যন্ত দুটো ফ্লাইট জার্নি একসঙ্গে করে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ আপনাদের জন্য পোস্ট করলাম । ভিডিওতে চেষ্টা করেছি, ঢাকা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো জার্নিতে আমাদের ট্রাভেল এক্সপেরিয়েন্সগুলো কিরকম ছিল তার খুঁটিনাটি তুলে ধরতে। যারা ভবিষ্যতে আমেরিকা যাবেন তাদের জন্য ব্লগটি খুব কাজে আসবে। আর যারা নিয়মিত আমেরিকা যাওয়া আসা করেন তাদেরও ভালো লাগবে। আমেরিকা ভ্রমনের ওপর আরো কিছু ব্লগ পর্যায়ক্রমে পেতে থাকবেন এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন।
Song: Ikson - Skyline (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link:

0 Comments